কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে নাশকতার মামলার আসামি যুবলীগ ক্যাডার উজ্জ্বল মোল্লাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
কাউখালী থানার এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে একটি পুলিশ টিম বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বিএনপি অফিস পোড়ানো ও নাশকতার মামলার আসামি উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতি গ্রামের জালাল মোল্লার ছেলে যুবলীগ ক্যাডার উজ্জ্বল মোল্লা (৩৮)কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, আসামি উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে গণধর্ষণ, চাঁদাবাজি, অপহরণ, মার্ডার সহ সাতটি মামলা রয়েছে। আসামিকে শুক্রবার পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
আমাদের অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে আমরা চিরুনি অভিযান করে সকল প্রকার অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো।
আমাদের অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে আমরা চিরুনি অভিযান করে সকল প্রকার অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো।