প্রতারণা মামলার আসামী রানা ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাব- কর্তৃক গ্রেফতার।

আপলোড সময় : ১১-০৪-২০২৫ ০১:০০:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৫ ০১:০০:৫৭ পূর্বাহ্ন




প্রতারণা মামলার আসামী রানা (৪০) ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

গত ২৫/০২/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.০০ ঘটিকার সময় মুন্সীগঞ্জের সেবা এগ্রো ফুড এন্ড বেভারেজে কর্মরত আসামী মো: রানা মাদবর (৪০) অপরাপর আসামীদের সহায়তায় আনুমানিক ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা মূল্যমানের ১১০ কাটুন (২০৫০ লিটার) সেবা সয়াবিন তেল প্রতিষ্ঠানের নিজস্ব মাহিন্দ্রা পিকআপে করে কুমিল্লার লাকসামে যাওয়ার পথিমধ্যে মালিকের বিশ্বাসভঙ্গ করে আত্মসাত করে।

পরবর্তীতে প্রতিষ্ঠানের মালিক মো: তরিকুল ইসলাম মিনা (৩৯) বিষয়টি জানতে পেরে মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ০১, তারিখ- ০১/০৩/২০২৫ খ্রি., ধারা- ৪০৭/৪২০ পেনাল কোড, ১৮৬০। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।


এরই প্রেক্ষিতে অদ্য ১০/০৪/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৬.৩০ ঘটিকায় র‌্যাব- এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মুসলিমনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ রানা মাদবর (৪০), পিতা- মৃত আবুল বাশার মাদবর, সাং- রামপাল হাতিমারা পানাম বাড়ী, থানা- মুন্সীগঞ্জ সদর, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]