​গৌরীপুর ৮৪ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার-৩

আপলোড সময় : ১১-০৪-২০২৫ ১২:২৬:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৫ ১২:২৬:৪৭ পূর্বাহ্ন


ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৮৪ লিটার চোলাই মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় উপজেলার সদরের সুইপার কলোনীতে এ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর সাদমান ও গৌরীপুর থানার উপ-পরিদর্শক হানিফ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুইপার কলোনীর মৃত শ্রীচরণ ভাসফর এর ছেলে রংলাল ভাসফর (৭০), মৃত গোলাপ ভাসফর এর ছেলে সুগরীম ভাসফর (৩৪), রামু ভাসফর এর ছেলে রবিন ভাসফর (১৮)।

গৌরীপুর থানার উপ-পরিদর্শক হানিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলা ও আশেপাশের এলাকা থেকে লোকজন সুইপার কলোনীতে মদ ক্রয় করতে আসে। এ খবর পেয়ে যৌথ বাহিনীর উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮৪ লিটার মদ জব্দ এবং ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার বলেন, যৌথ বাহিনীর অভিযানে ৮৪ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]