ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত বাবাকে হাসপাতালের বেডে রেখে এসএসসি পরীক্ষার টেবিলে বসলো মেয়ে সেঁজুতি দাস মম। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরের কলাবাগান মহল্লায়। বুধবার রাতে বাবা সুকান্ত দাস পৌর শহরের কলাবাগান মহল্লার নিজ বাসার কাছাকাছি নুরমহলের সামনে ছিনতাইকারী কবলে পড়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সেঁজুতি দাস মম বলেন, বাবার সাথে এসএসসি পরীক্ষার কেন্দ্রে যাওয়ার কথা ছিলো। কিন্তু তার আগেই বুধবার রাতে বাবা দোকান থেকে ফেরার পথে ছিনতাইকারীরা আমার বাবার হাতে থাকা দামি মোবাইল ও টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যেতে চেয়েছিলো কিন্তু ব্যাগ না দেওয়ায় ছিনতাইকারীরা আমার বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমি আমার বাবার উপর হামলাকারীদের শাস্তি দাবি করছি।
আহতের পরিবারসূত্রে জানা গেছে, ২০২০ সালে তিন মাসের ব্যবধানে দুই বার চুরি হয় গৌরীপুর উপজেলার শহরের পাটবাজার মোড়ের মম টেলিকমে। এর পর থেকেই দোকানের সত্ত্বাধিকারী সুকান্ত দাস দামি মোবাইল ও টাকা ব্যাগে করে বাসায় নিয়ে যেতেন। নিত্যদিনের মতো বুধবার রাতেও মোবাইল ও টাকা নিয়ে বাসায় ফেরার পথে নিজ বাসার কাছাকাছি কলাবাগান মহল্লার নূর মহলের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা তার পথরুদ্ধ করে মোবাইল ও টাকার ব্যাগ নিয়ে টানাটানি করে। এক পর্যায়ে ব্যাগ না দেওয়ায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ছুরিকাঘাতে সুকান্তের মাথার ডানপাশে কোপ মারলে ডান কান মারাত্মক জখম হয় এবং ডান হাতে ছুরির আঘাত লাগে। পরে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসাশেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক।
সুকান্ত দাস জানান, ২০২০ সালে দোকানে তিন মাসের ব্যবধানে দুইবার চুরি করে ৫/৬ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এরপর থেকে দামি মোবাইল ও টাকা ব্যাগে করে বাসায় নিয়ে যাই। আজ রাত ১১টার সময় বাসায় যাওয়ার সময় বাসার কাছাকাছি নুর মহলের সামনে আসামাত্রই ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে টানাটানি করে। ব্যাগ না দেয়ায় পিছন থেকে মাথার ডানপাশে ছোরা দিয়ে আঘাত করে। এতে আমার কানসহ মাথায় আঘাত লাগে ও ডান হাত কেটে যায়। এতে ৩০টি সেলাই লাগে।
গৌরীপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহতাসিম ফুয়াদ বলেন, উনার শরীরের ডানপাশে মারাত্মক জখম হয়। প্রাথমিক চিকিৎসাশেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ছিনতাইকারীদের সনাক্তের চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পাইলে আইনি ব্যবস্থা নেয়া হবে।