এম মনির চৌধুরী রানা
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। চট্টগ্রামসহ ৫ জেলায় পরীক্ষা শুরু হচ্ছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৫ জেলায় ২১৯টি কেন্দ্রে ১ হাজার ১৬৪টি বিদ্যালয়ের মোট এক লাখ ৪০ হাজার ৯২৭ জন শিক্ষার্থী এবার এসএসসিতে অংশ নিচ্ছেন। এর মধ্যে ৭৯ হাজার ১৬২ জন ছাত্রী ও ৬১ হাজার ৭৬৫ জন ছাত্র। ব্যবসায় শিক্ষা শাখায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি।
এ বিভাগ থেকে অংশ নেবেন ৫৭ হাজার ৪৬৬ জন। মানবিক বিভাগে ৪৭ হাজার ৯০৩ এবং বিজ্ঞান বিভাগে ৩৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। ৫ জেলার মধ্যে প্রতিবারের মতো চট্টগ্রামে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। চট্টগ্রাম জেলায় ৯৯ হাজার ২৪৬ জন পরীক্ষায় অংশ নেবেন। কক্সবাজার জেলায় ২১ হাজার ১৯৩ জন এবং তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে ৭ হাজার ৯৭৪ জন, খাগড়াছড়িতে ৮ হাজার ১৭৯ এবং বান্দরবান জেলা থেকে ৪ হাজার ৩৩৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
উল্লেখ্য, গত বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার ওএমআর শীটসহ যাবতীয় খাতাপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে।
কেন্দ্র পরিদর্শনের জন্য ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। প্রতিবারের মতো এবারও কেন্দ্র সচিবরা পরীক্ষার দিন সকালে ট্রেজারি শাখা থেকে পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রে নিয়ে যাবেন। ‘পরীক্ষার্থীদের অভিভাবকদের কাছে আমরা অনুরোধ করব তার যেন পরীক্ষার্থীদের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে নিয়ে যান। পাশাপাশি পরীক্ষার সরঞ্জাম ছাড়া কোন ধরনের ডিভাইস যেন তারা সঙ্গে না রাখে।