এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি’র তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনামূল্যে ০২টি সিজারিয়ান অপারেশন করা হয়েছে।
ড. জিতি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাদের ডেলিভারি হবে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ডেলিভারি এবং ১ মাসের ডেলিভারি পরবর্তী ওষুধ ফ্রি দেওয়া হবে।
বুধবার (০৯ এপ্রিল) সকাল ৯ঃ৪৫ মিনিটের সময় বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে ০২টি সিজারিয়ান অপারেশন পরিচালনা করেন ডা. জাকিয়া মমতাজ, কনসালটেন্ট (গাইনি এন্ড অবস্), ডা. রানা দে, কনসালটেন্ট (এনেস্থেসিয়া) এবং ডা. মোহাম্মদ আয়াজ, কনসালটেন্ট (এনেস্থিসিয়া)।
এই সময় সার্বিক সহযোগীতা করেন, ডা. কান্তা অধিকারী, মেডিকেল অফিসার, ডা. সুফিয়ান সিদ্দিকী, আবাসিক মেডিকেল অফিসার, মিসেস তন্দ্রা দেওয়ানজী, সিনিয়র স্টাফ নার্স, মিসেস নাছরিন আকতার, সিনিয়র স্টাফ নার্স, এবং মোঃ সালাউদ্দিন, ওটি এটেনডেন্ট।
অপারেশনে দায়িত্বে থাকা চিকিৎসক জানান, বর্তমানে মা ও শিশু সুস্থ আছেন। অপারেশন সুষ্ঠুভাবে পরিচালনা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি।