বাগেরহাটে পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের মানবিক বুথ, প্রশংসায় ভাসছেন নেতারা

আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০৭:০১:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০৭:০১:৫২ অপরাহ্ন
 
 
 
বাগেরহাট প্রতিনিধি,
 
বাগেরহাটে এসএসসি পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য কেন্দ্রের সামনে মানবিক বুথ স্থাপন করেছেন, জেলা ছাত্রদল। সেখান থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের কলম, স্যালাইন ও পানি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে শহরের পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে মানবিক বুথ থেকে সেবা দিতে দেখা যায় ছাত্রদল নেতাদের। ছাত্রনেতাদের এমন উদ্যোগে খুশি পরীক্ষা ও অভিভাবকরা।
 
ঝুমা বেগম নামের এক অভিভাবক বলেন, স্বামী প্রবাসে, বাড়িতে কেউ নেই। তাই বাধ্য হয়ে ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়েচার মাসের শিশু কন্যাকে কোলে নিয়ে বড় ছেলে আবু রায়হানকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে এসেছি। এখানে আসার পরে ছাত্রদলের কয়েকজন সদস্য সিট খোজার জন্য সহযোগিতা করেছে, তাতে সত্যিই কৃতজ্ঞ।”
 
মাহফুজুর রহমান নামের এক অভিভাবক বলেন, “প্রচণ্ড এই গরমে অসুস্থ বোধ হচ্ছিল। তখনই ছাত্রদলের সদস্যরা এসে আমাকে স্যালাইন ও পানি খাওয়ায় এবং নিরাপদ স্থানে অবস্থান করায়। এই উদ্যোগগুলো যদি সব জায়গায় হয়, তাহলে পরীক্ষার্থীদের অনেক উপকার হয়। রাজনীতির এমন মানবিক রূপ খুবই প্রয়োজন।”
 
পরীক্ষার্থী আবু রায়হান বলেন, “হলে ঢোকার আগে খুব চিন্তায় ছিলাম, কিন্তু ভাইয়েরা যেভাবে সাহায্য করল, সেটা মনে থাকবে সারাজীবন। তারা আমার বড় ভাইয়ের জায়গাটা পূরণ করে দিয়েছেন।
 
আরেক পরীক্ষার্থী তানজিলা আক্তার জানায়, “আমার কলম পড়ে গিয়েছিল, ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে পেয়ে যাই। এমনটা কখনো কল্পনাও করিনি।
 
বাগেরহাট জেলা ছাত্রদলের ছাত্রনেতা শেখ আল মামুন বলেন, “রাজনীতি মানেই দেশ ও জনগণের সেবা।আমরা বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে শিক্ষার্থীদের সেবার জন্য এই উদ্যোগ নিয়েছি। পুরো পরীক্ষা জুড়ে এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান এই ছাত্র নেতা।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]