মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জ জেলা জুড়ে মাকড়সার জালের মত জড়িয়ে আছে ডায়াগনস্টিক ও ক্লিনিক সেন্টারগুলো, এসব ক্লিনিক গুলিতে সব সময় সার্জারী করা হয় না, আর যখন সার্জারী করা হয় তা সঠিক ভাবে বা সঠিক যন্ত্রপাতি না থাকায় অনেক রুগীর প্রাণ অকালে ঝড়ে যায়,
কিছু সূত্রে জানা যায়, ২০২৩ থেকে ২০২৪ সালে সঠিক সার্জারী যন্ত্রপাতি না থাকায়, ভুল চিকিৎসা ও নার্স অযত্নের কারণে অনেক রুগীর প্রাণ অকালে ঝড়ে গেছে, বিশেষ করে র্গভবতী মহিলাদের সার্জারী করার সময় মুত্য ঝুঁকি বা মুত্যর সংখ্যা বেশি, এছাড়াও অন্যান অপারেশনেও রোগী মারা যায়,
সরজমিনে ঘুরে দেখা গেছে, ক্লিনিক গুলিতে অপরিষ্কার ও যন্ত্রপাতি আকেজ হয়ে গেছে, যা ব্যবহার করলে রুগীর প্রাণ সংশ্লেষ থাকে,
অপর দিকে, রোগীদের পরিক্ষা যারা করে থাকে তারা সাধারণ মানুষ, কোন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার না, অনেক সময় ভুল রিপোর্ট রোগীদের জীবন খারাপ হয়, শতকরা ২৫ % রুগী সার্জারী করলে ভালো হয়, আর সব চেয়ে মজার বিষয় হলো, প্রতিটি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারগুলো মালিক কোন প্রভাব শালী লোকজন, আর এদের সাথে ডাক্তার দের ভালো যোগাযোগ আছে, যার কারণে, ডাক্তার রুগী পাঠালে কমিশন পায়,
মানুষ যেন ডায়াগনস্টিক সেন্টারগুলির কাছে হতের পুতুল হয়ে আছে, কবে মানুষ সঠিক ও সুরক্ষিত স্বাস্থ্য সেবা পাবে।