নিজস্ব প্রতিবেদক,
আজ ৮এপ্রিল'২৫ বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের অন্তর্গত শিকদার বাজারে ইজরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে তৌহিদী জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে শিকদার বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু বকরের সভাপতিত্বে ও ওসমান সিকদারের পরিচালনায়
বক্তব্য প্রদান করেন, মমিনপুর দারুচ্ছুন্নাত নূরানী ও হাফিজি মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল আমিন আজাদী ও মমিনপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জাহিদুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আবুল কালাম আজাদ সাবেক শিক্ষক বাজেমহল ওবায়দিয়া ফাজিল মাদরাসা, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা রুহুল আমিন আসাদুুল সিকদার মাওলানা মাইনুল ইসলাম,প্রমুখ।
সমাবেশে বক্তারা ইসরাইলি পণ্য বয়কট করার জন্য সকলকে আহ্বান জানান।
সমাবেশের পরে তৌহিদী জনতা বিভিন্ন দোকানে ইজরাইলি পণ্য বয়কট করার জন্য ব্যবসায়ীদের আহবান জানান।