নিজস্ব প্রতিবেদক : নাটোর সদর উপজেলার নিচাবাজার এলাকার চৌধুরী বাড়ি জামে মসজিদ এর পাশে ভাড়াটিয়া বাসা থেকে মোঃ মুনতাহা এহসান (১৬) (এসএসসি পরিক্ষার্থী) পিতা মোঃ ইজাজুল হক সে তাহাদের বাসা থেকে গতকাল সোমবার (০৭ এপ্রিল) বিকেল অনুমান ২.৩০ মিনিট হইতে বিকেল ৫.০০ ঘটিকার সময়ের মধ্যে যে কোন সময় বাসা থেকে বাহিরে গিয়ে নিখোঁজ হয়েছেন।
পরে ওই শিক্ষার্থীর মা অফিস শেষে বাসায় ফিরে তাহার ছেলেকে অনেক খোজাখুজির পরে সন্ধান না পেয়ে আশপাশের লোকজন ও আত্তিয় স্বজনের পরামর্শ নিয়ে গতকাল ০৭/০৪/২৫ ইংরেজি তারিখে নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ স্কুল ছাত্রের নাম ও ঠিকানা,
মোঃ মুনতাহা এহসান মুগ্ধ (১৬) পিতা মোঃ ইজাজুল হক, মাতা মোছাঃ মাহফুজা খাতুন (৪৬), সাং কানাইখালী, থানা ও জেলা নাটোর।
এঘটনায় নাটোর সদর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। নিখোঁজ ওই স্কুল ছাত্রের সন্ধান চেয়ে তার পরিবার স্থানীয় গণমাধ্যম কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা একান্ত কামনা করেছেন।
কেউ স্কুল ছাত্র মুনতাহা এহসান মুগ্ধ 'র সন্ধান পেলে অনুগ্রহপূর্বক নাটোর সদর থানায় অথবা তাহার পরিবারের সাথে যোগাযোগ করতে বিনীত অনুরোধ করেছেন তার বাবা ইজাজুল হক।
যোগাযোগ
অফিসার ইনচার্জ (ওসি) নাটোর সদর থানা। মোবাইল নম্বর01320124574,