মুলাদী প্রতিনিধিঃ মুলাদী উপজেলার সদর ইউনিয়নের ভাঙ্গারমোনা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
হাসপাতালে ভর্তি আহত ও থানায় অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের ভাঙ্গারমোনা গ্রামের মৃত শুক্কুর খন্দকারের পুত্র ফিরোজ খন্দকারের ভোগদখলীয় বসত ভিটা দীর্ঘদিন যাবত জোর পূর্বক দখল করার করার পায়তারা করে আসছে একই এলাকার ফজরুর রহমান শরীফের পুত্র আসাদ শরীফ ও তার লোকজন।
এরই প্রেক্ষিতে গত ৩ এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১.৩০ মিনিটের দিকে, আসাদ শরীফ, সোহেল শরীফ, জুয়েল শরীফ, সজল শরীফ, মামুন শরীফ, সাগর শরীফ, মঞ্জু শরীফ, সাইফুল শরীফ, সৈকত শরীফ সহ আরও ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে ফিরোজ খন্দকারের বসত বাড়ীতে গিয়ে তাকে গালি-গালাজ করতে শুরু করলে ফিরোজ খন্দকারের স্ত্রী হোসনেয়ারা বেগম ঘর থেকে বেড়িয়ে আসলে তার উপর হামলা চালায় আসাদ শরীফ ও তার লোকজন।
এসময় হোসনেয়ারা বেগমের ডাকচিৎকারে ফিরোজ খন্দকারের বোন ফিরোজা খাতুন, বাবুল রাড়ীর কন্যা কানিজ ফাতিমা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করে আসাদ শরীফ ও তার লোকজন। পরবর্তিতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় ফিরোজ খন্দকার বাদী হয়ে মুলাদী থানায একটি লিখিত অভিযোগ দায়ের করেন।