নিজস্ব প্রতিবেদক,
ঈদুল ফিতরের দিন নড়াইলে সংগঠিত চাঞ্চল্যকর সাবেক সেনা সদস্য (বীর মুক্তিযোদ্ধা) হত্যা মামলার অন্যতম প্রধান দুইজন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), এলিট র্ফোস হিসেবে অত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছে।
মামলার এজাহার পর্যালোচনায় দেখা যায় যে, মামলার ভিকটিম আকবর হোসেন (বীর মুক্তিযোদ্ধা) (৭৫), পিতা- মৃত মিকাইল শেখ মেকরেজ শেখ, সাং- লাহুড়িয়া পশ্চিমপাড়া, থানা- লোহাগড়া, জেলা- নড়াইল এর বাড়ি ও আসামীদের বাড়ি পাশাপাশি।তাদের মধ্যে দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পারিবারিক ও সামাজিক বিরোধ চলে আসছে। ৩১ মার্চ ২০২৫ তারিখ দুপুর ১৫.০০ ঘটিকায় ভিকটিম তার বসত বাড়ীর পূর্ব দিকে একখন্ড জমির তদারকি করে নিজ বাড়ি ফেরার পথে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা করে এবং ভিকটিমের হাত পা ও মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
এসময় ভিকটিমের ডাকচিৎকার শুনে তার পরিবারের লোকজনসহ আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন ভিকটিম আকবর হোসেনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উক্ত হত্যা সংক্রান্তে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ০৩ এপ্রিল ২০২৫ তারিখ নড়াইল জেলার লোহাগড়া থানায় ০১ টি হত্যা মামলা দায়ের করেন। উক্ত হত্যার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চলোর সৃষ্টি করে বিধায় হত্যাকান্ডের রহস্য উদঘাটন সহ হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে র্যাব- সিপিসি-৩, যশোর ক্যাম্প ছায়া তদন্ত জোরালোভাবে শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব- সিপিসি-৩, যশোর এর একটি আভিযানিক দল ০৬ এপ্রিল ২০২৫ তারিখ সময় রাত ২৩.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে, যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন বকচর বৌবাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার আসামী মোঃ জাকারিয়া মোল্যা (৫৫), পিতা- মৃত রোস্তম মোল্যা এবং আসামী সাদ্দাম (৩২),পিতা- মৃত- মাফুজার মোল্যা, উভয় সাং- লাহুড়িয়া পশ্চিমপাড়া,থানা- লোহাগড়া, জেলা- নড়াইলদ্বয়’কে গ্রেফতার করে। উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে নড়াইল জেলার লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।