কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে যাত্রীবাহি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
রবিবার (০৬ এপ্রিল) সকালে কটিয়াদী-মঠখোলা রোডের বেতাল বাজারের কাছাকাছি মক্কা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত প্রান্ত চন্দ্র বর্মণ (২০) নারায়ণগঞ্জ জেলা সদরের আনন্দ বাজার দাম দরদি গ্রামের বাসিন্দা সুজন চন্দ্র বর্মণের ছেলে।
তিনি দুর্ঘটনা, কবলিত পিকআপের হেলপার ছিলেন। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার সকালে কটিয়াদী থেকে উজানভাটি পরিবহনের একটি গাড়ি ঢাকায় যাচ্ছিল। অপরদিকে একটি পিকআপ কটিয়াদী থেকে মঠখোলা রোডে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় পিকআপের হেলপার প্রান্ত চন্দ্র বর্মণকে স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং জানায়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিচয় জানার পর পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়।
তারা হাসপাতালে এসে নিহতের মরদেহ সনাক্ত করেছে। মরদেহটি কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। বাস ও পিকআপ দুটোই থানায় আটক করা হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।