মোঃ অপু খান চৌধুরী।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঈদের আগে, ও পরে যাত্রী পরিবহনে ভাড়া নৈরাজ্য চলমান রয়েছে। সিএনজি, বাস, অটোরিকশাসহ প্রতিটি পরিবহনে যাত্রীদের গুনতে হতো অতিরিক্ত টাকা।
পরিবহনে এসব ভাড়া নৈরাজ্য ঠেকাতে গতকাল ৬ এপ্রিল ব্রাহ্মণপাড়া সিএনজি স্টেন্ডে যাত্রী পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী এ অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
এ সময়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে কিছু অসাধু চালক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ব্রাহ্মণপাড়া উপজেলার সিএনজি স্টেশনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।
অভিযানে সিএনজি ও বাসে অতিরক্ত ভাড়া আদায়ের বিষয়টি বিভিন্ন যাত্রীদের সাথে কথা বলে নিশ্চিত হয় উপজেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্ধারিত ভাড়ার অধিক ভাড়া নেওয়ায় ৯ টি পরিবহনে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত, থেকে সহযোগিতা করেন ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল।
এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, ব্রাহ্মণপাড়ায় ভাড়া নৈরাজ্য ঠেকাতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।