নিজস্ব প্রতিবেদক,
হবিগঞ্জে ঈদের জামাত আয়োজন নিয়ে বাকবিতন্ডায় ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামী মোজাহিদ’কে গ্রেফতার করেছে র্যাব- সিলেট। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এছাড়াও, যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল অদ্য ০৬ এপ্রিল ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ০২:১৫ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন ০৫নং হোসেনপুর ইউনিয়নের মধ্যপাড়া চেঙ্গামুড়া এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মামলা নং-৩৪/৭৫, তারিখ-২৯/০৩/২০২৫ খ্রিঃ, ধারা- ১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে হবিগঞ্জে ঈদের জামাত আয়োজন নিয়ে বাকবিতন্ডায় ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী কাজী মোজাহিদ (৩২), পিতা- কাজী সুন্দর আলী, সাং-সদরঘাট, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব- এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।