বরুড়া প্রতিনিধি : মোতালেব হোসাইন
কুমিল্লার বরুড়া উপজেলার ৭নং ভাউকসার ইউনিয়নে অবস্থিত তিন গম্বুজ বিশিষ্ট একটি প্রাচীন মসজিদ আজ স্থানীয় পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। জমিদারবাড়ির সম্মুখে অবস্থিত এই মসজিদটি নির্মিত হয় ১৯০২ সালে। নবাব ফয়জুন্নেছার সহায়তায় তার স্বামী সৈয়দ গাজিউল হক চৌধুরী এ মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করেন।
অপূর্ব স্থাপত্যশৈলী ও নান্দনিক কারুকার্যে নির্মিত এই মসজিদটি ইতিহাসের এক অনন্য নিদর্শন। এর তিনটি গম্বুজ, সুসজ্জিত দেয়াল ও দৃষ্টিনন্দন অলংকরণ দর্শনার্থীদের বিমোহিত করে। ঈদসহ নানা উৎসবমুখর দিনে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই প্রাচীন স্থাপনাটি একনজর দেখতে।
মসজিদটিকে ঘিরে ইতোমধ্যেই স্থানীয় পর্যটন শিল্পে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। স্থানীয়রা আশা করছেন, যথাযথ উদ্যোগ নিলে এটি একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে বিকশিত হতে পারে।
যেকোনো স্থান থেকে মসজিদটিতে যেতে হলে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে চাঁদপুর রোড ধরে বিজরা বাজার অতিক্রম করে পশ্চিম দিকে প্রায় তিন কিলোমিটার এগোলেই রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে শতবর্ষী এই তিন গম্বুজ মসজিদ—ইতিহাসের এক নিরব সাক্ষী হয়ে।