নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন কাউতলী ব্রীজ এলাকা থেকে ৩৫৪ বোতল বিদেশী মদসহ ০৬ জনকে গ্রেফতার করেছে র্যাব-
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এছাড়াও, যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং সিপিসি-৩, সুনামগঞ্জ এর যৌথ আভিযানিক দল গত ০৫ এপ্রিল ২০২৫ ইং তারিখ আনুমানিক ১৬:১০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন কাউতলী ব্রীজ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৫৪ বোতল বিদেশী মদ এবং ০২টি প্রাইভেটকার উদ্ধারসহ ০৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা -
১। মোঃ শাওন (৩২) ড্রাইভার, পিতা- মোঃ রুহুল আমিন, সাং- উত্তরচর নোয়াবাদ, থানা- সদর, জেলা- ভোলা, ২। মিরাজুল ইসলাম (৩৪), পিতা- মৃত মোহাম্মদ আলী, সাং- উত্তর কাফনা, থানা- বিশম্বপুর, জেলা- সুনামগঞ্জ, ৩। মোঃ সেলিম মিয়া (৩০), পিতা- কাশেম আলী, সাং- চ্যাঙবিল, থানা- বিশম্বপুর, জেলা-সুনাামগঞ্জ, ৪। ওবায়দুল রহমান (৩১), পিতা- মৃত মোফাজ্জল বাঘা, সাং- কালিকানগর, থানা- সদর, জেলা- ভোলা, ৫। মোঃ শাহজাহান (২৬), পিতা- রজব আলী, সাং- কাফনা, থানা- বিশম্বপুর, জেলা- সুনামগঞ্জ এবং ৬। মোঃ দ্বীন ইসলাম (৩০), পিতা-আব্দুল ওয়াদুদ, সাং- কাফনা, থানা- বিশম্বপুর, জেলা- সুনামগঞ্জ। ৩। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব- সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।