
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কায় আমির হামজা (৯) নামের এক শিশুর মৃত্যূ হয়েছে।
শনিবার (০৫ এপ্রিল) বেলা ১২ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার ঝাউদিয়া গ্রামে অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
নিহত শিশু উপজেলার ইবি থানাধীন ঝাউদিয়া গ্রামের সবুজ আলীর ছেলে। পরিবারের কোন অভিযোগ না থাকাই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, শনিবার বেলা ১২ টার দিকে আমির হামজা দৌড়ে রাস্তা পারাপার হওয়ার সময় একটি অটোরিকশা ধাক্কা দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: হোসেন ইমাম বলেন, সড়ক দূর্ঘটনায় আহত অবস্থায় একটি শিশুকে ভর্তি করা হয়েছিল, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ঝাউদিয়া ক্যাম্পের ইনচার্জ এসআই লিটন আলী জানান, শনিবার অটোরিকশার ধাক্কায় একটি ৯ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।