রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের প্রধান খালে গোসল করতে গিয়ে আব্দুল্লাহ (০৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৪ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের কাজী আরেফ সড়ক সংলগ্ন জিকে ক্যানেলে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
শিশু আব্দুল্লাহ একই এলাকার ফকরুল আহম্মেদের ছেলে এবং আমল হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।