উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।
কচুয়া উপজেলার রঘুদত্তকাঠি গ্রামের ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন, রিপন শেখ (৩৫) ৪ (এপ্রিল) শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে অভিযুক্ত রিপন শেখকে স্থানীয় মসনী বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত রিপন শেখের বাড়ি মোড়েলগঞ্জ উপজেলার জিলবুনিয়া গ্রামে, অভিযুক্ত রিপন শেখ মৃত আফজাল শেখ এর ছেলে।
এ ঘটনার পূর্বেও তার নামে এ ধরনের আরো অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম জানান, শিশুটি সন্ধ্যার সময় ভুট্টা ক্ষেতের পাশে তার বাবার জন্য অপেক্ষা করছিলেন এমন সময় রিপন শেখ শিশুটিকে ভুট্টা ক্ষেতের মধ্য মুখ চেপে ধরে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির কান্নার শব্দ তার পিতা মহিদুল মল্লিক(৩৫) শুনতে পেলে এগিয়ে এই অবস্থায় দেখে অভিযুক্ত রিপন শেখকে ধরার চেষ্টা করে।
এসময় তিনি দৌড়ে পালিয়ে গিয়ে রিপন শেখের শ্বশুরবাড়ি আশ্রয় নেয়। এমন অবস্থায় এলাকাবাসী তাকে বেঁধে কচুয়া থানা খবর দিলে। পুলিশ গিয়ে অভিযুক্ত রিপনকে গ্রেফতার করে এবং শিশুটির পিতা ও মাতা কচুয়া থানায় এসে রিপন শেখের নামে মামলা দায়ের করে।
বর্তমানে তিনি পুলিশের হাতে আটক রয়েছে। আগামীকাল সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।