নিজস্ব প্রতিবেদক,
রাজবাড়ীর ক্লুলেস হত্যা মামলার আসামী হেমায়েত উল্যাহ (২৫) নোয়াখালীর সুবর্ণচরে র্যাব কর্তৃক গ্রেফতার।
গত ০১/০৪/২০২৫ তারিখ সকাল অনুমান ০৭:৩০ ঘটিকায় ডিসিস্ট সালমা খাতুন (২৫)’কে তার বসত বাড়ির ভিতরের ঘরে কেউ না থাকার সুযোগে কে বা কারা গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ঘরের বাইরে ছিটকিনি লাগিয়ে চলে যায়।
উক্ত ঘটনায়, ডিসিস্টের বাবা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং- ০২, তারিখ- ০১/০৪/২০২৫ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ০২/০৪/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৮:০০ ঘটিকায় উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব- এর সহযোগীতায় নোয়াখালী সুবর্ণচর থানার আব্দুর রব বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী মো: হেমায়েত উল্যাহ (২৫), পিতা- মো: আহসান উল্যাহ, সাং- দক্ষিণ চর ক্লার্ক, থানা- সুবর্ণচর, জেলা- নোয়াখালী’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।