মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু পঞ্চগড় প্রতিনিধি
ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের ঐতিহাসিক মাহারাজা দিঘিতে পর্যটকদের ঢল নেমেছে। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা পরিবার-পরিজন নিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানে সময় কাটাচ্ছেন।
পঞ্চগড় সদর উপজেলার ১ নং অমরখানা ইউনিয়নের অন্যতম দর্শনীয় স্থান মাহারাজা দিঘি। ঈদের ছুটিতে পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে এ এলাকা। দর্শনার্থীরা নৌকাভ্রমণ, ছবি তোলা ও খোলামেলা পরিবেশে আনন্দ উপভোগ করছেন।
এ প্রসঙ্গে ১ নং অমরখানা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মায়েদ সরকার মুকুট বলেন, “ঐতিহাসিক মাহারাজা দিঘি আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ঈদের সময় এখানে মানুষের উপচেপড়া ভিড় দেখে ভালো লাগছে। এটি পর্যটনের অপার সম্ভাবনা বহন করে। সরকার যদি যথাযথ উদ্যোগ নেয়, তাহলে মাহারাজা দিঘিকে একটি আধুনিক পর্যটন কেন্দ্রে পরিণত করা সম্ভব।”
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, পর্যটকদের সংখ্যা বাড়ায় তাদের ব্যবসাও বেড়েছে। খাবার দোকান, ও হাতের কাজের বিভিন্ন পণ্যের বিক্রি বেড়ে গেছে।
তবে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দিঘির পরিবেশ রক্ষায় প্রশাসনের আরও নজর দেওয়া দরকার বলে মনে করছেন, স্থানীয়রা। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
ঈদ উপলক্ষে মানুষের এমন ভিড় দেখে স্থানীয় বাসিন্দারা আনন্দিত। তারা আশা করছেন, পর্যটন উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হলে মাহারাজা দিঘি সারা দেশে জনপ্রিয় হয়ে উঠবে।