নিজস্ব প্রতিবেদক
উখিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ২ এপ্রিল বিকাল ৩টায় উখিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান।
উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী, উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, জেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরীসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।