বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা বুড়িচং উপজেলা ভারতীয় সীমান্তে মাদক সেবন করে ফেরার পথে ছয়জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহিদা আক্তার।
ঈদের দিন ৬ জনকে কারাদণ্ড দেয়ার পর আজ ১ এপ্রিল মঙ্গলবার কুমিল্লা আদালতে প্রেরণ করা হয় বলে জানান, বুড়িচং থানার অফিসার ইনচার্জ আজিজুল হক।
সাজাপ্রাপ্তরা হলো- বুড়িচং উপজেলার খোদাইখলী গ্রামের আব্দুর রহিমের ছেলে মোঃ রুবেল, হরিপুর গ্রামের সুরত আলীর ছেলে মোঃ রুবেল মিয়া, বুড়িচং সদর এলাকার তফাজ্জল মিয়ার ছেলে মোঃ মাইন উদ্দিন, পুর্বহুড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোস্তফা কামাল, একই এলাকার সুলতান আহমদের ছেলে মোঃ রুবেল হোসেন ও আবদুর রশিদের ছেলে মোঃ আবুল কালাম।
সীমান্তে বসবাসকারী স্থানীয়রা জানায়,
ঈদ আসলেই কুমিল্লার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় মাদক সেবীদের উৎপাত বেড়ে যায়। উপজেলার বিভিন্ন এলাকাসহ উপজেলার বাইরে থেকেও মাদকসেবীরা মাদক গ্রহণের জন্য ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লার বুড়িচং অংশে ভিড় জমায়।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার জানান, সীমান্ত থেকে মাদক গ্রহণ করে ফেরার পথে অভিযান চালিয়ে ৬ যুবককে আটক করা হয়। এ সময় সীমান্ত এলাকায় গিয়ে মাদক সেবন করে গণউপদ্রব সৃষ্টির কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ তে প্রত্যেককে ২০ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত যুবকদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক সেবীদের উপদ্রব রুখতে প্রশাসন অভিযান চালিয়ে যাচ্ছে।