এম মনির চৌধুরী রানা
পবিত্র ঈদ-উল-ফিতর'কে কেন্দ্র করে বাজারে মাংসের অতিরিক্ত মূল্য রোধে এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবার লক্ষ্যে ৩০ মার্চ, রবিবার, দুপুরে বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজার, গোমদন্ডী ফুলতল বাজার, সদর বাজার, বুড়ি পুকুর সংলগ্ন এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন, বোয়ালখালী আর্মি ক্যাম্পের একটি পেট্রোল টিম, বোয়ালখালী থানা পুলিশের একটি দল ও উপজেলা প্রশাসন এর স্টাফগণ।
এসময় মাংসের অতিরিক্ত দাম রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করায় পাঁচটি ভিন্ন মামলায় সর্বমোট ত্রিশ হাজার টাকা(৩০,০০০/-) অর্থদণ্ড করা হয়।