মোঃ অপু খান চৌধুরী।
কুমিল্লার ব্রাহ্মপাড়া শিদলাই ইউনিয়ন স্টুডেন্ট এসোসিয়েশন এর উদ্যোগে অসহায়, গরিব ও হতদরিদ্র ছাত্র ছাত্রীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গত ৩০ মার্চ (রবিবার) সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজ মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করেন। এতে ২ শত শিক্ষার্থীর মাঝে এ ঈদ উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে শিদলাই ইউনিয়ন স্টুডেন্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক নাছির আহমেদ অনিকের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমির হোসেন জোবেদা ডিগ্রী কলেজের বিদ্যুৎসাহী আব্দুল কাইয়ুম আজাদ। এতে সভাপতিত্ব করেন আমির হোসেন জোবেদা ডিগ্রী কলেজের শিক্ষক, প্রফেসর মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ওমর ফারুক, শিদলাই জাগরণ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, শিদলাই মরিয়ম ফার্মেসির স্বত্বাধিকারী কামাল উদ্দিন, শিদলাই গাজী ক্লাবের সভাপতি গাজী সাইদুল ইসলাম এমরান, সাধারণ সম্পাদক সোহেল রানা মাস্টার, শিদলাই ইসলামী ব্যাংকের ইনচার্জ গাজী জিয়াউর রহমান সরকার, জাগরণ ক্লাবের সাধারণ সম্পাদক খাইরুল হাসান মামুন, সাংগঠনিক সম্পাদক হাসিব আহমেদ সোহেল প্রমূখ। এ সময় সিদলাই স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক নাসির আহমেদ অনিক বলেন,
গত বন্যায় এই সংগঠনের ব্যানারে বিভিন্ন হতদরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে, এছাড়া পূর্বের ন্যায় অসহায় ছিন্নমূল গরিব শিক্ষার্থীদের মাঝে সবসময়ের মতো সহযোগীতা অব্যাহত থাকবে।