নিজস্ব প্রতিবেদক,
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি পক্ষ থেকে ছাত্র দল, এতিম, প্রতিবন্ধী দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ৩০শে মার্চ সকালে রাজস্থলী উপজেলায় প্রায় শতাধিক ছাত্রদলের ত্যাগি কর্মীদের,
এতিম এবং প্রতিবন্ধীদের নিজে উপস্থিত থেকে প্রতি বছরের মত এবছরও উক্ত ঈদ সমগ্রী বিতরণ করেন, রনি।বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা মরহুম হাফিজের বাবা আব্দুর সত্তার খাঁ ঈদের উপহার পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন এবং তিনি রনিকে দোয়া করে বলেন আল্লাহ তোমাকে মানুষের পাশে সবসময় যেন রাখেন।রনি সবার নিকট দোয়া চেয়ে বিতরণ কাজ শেষ করেন।