মুলাদী প্রতিনিধিঃ মুলাদীর গাছুয়া ইউনিয়নের টিউবয়েল স্থাপনকে কেন্দ্র করে ১ লক্ষ টাকা চাদা দাবী, না দেয়ায় মহিলাকে পিটিয়ে গুরুতর আহত।
হাসপাতালে ভর্তি আহত ও থানায় অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ গ্রামের সালাম সরদারের স্ত্রীয় সুলতানা তাদের বসত বাড়ীতে একটি টিউবয়েল স্থাপন করেন।
আর টিউবয়েলেরে মাথা লাগাতে গেলে এতে বাধা প্রদান করেন, একই বাড়ীর মৃত জয়নাল রাড়ীর পুত্র মিজান রাড়ী। এসময় মিজান রাড়ী টিউবয়েলের মাথা স্থাপন করতে হলে তাকে ১ লক্ষ দিতে হবে বলে দাবী করেন। এ নিয়ে এলাকার লোকজন বার বার বলা সত্বেও মিজান রাড়ী কিছুতেই টিউবয়েলের মাথা স্থাপন করতে দেয় নি। এরই প্রেক্ষিতে গতকাল শনিবার দুপুর ১.৩০ মিনিটের দিকে সুলাতা টিউবয়েলের মাথা স্থাপনের কথা বলেলে মিজান রাড়ী, মৃত হাফেজ খানের পুত্র মজিবুল খা, আলম হাওলাদারের পুত্র আলিম হাওলাদার, জাহিদ খানের স্ত্রী মুন্নি বেগম, মজিবুল খানের স্ত্রী নিলুফা বেগম লোহার রড, লাঠি-শোঠা নিয়ে সুলতানার বসত ঘরের সামনে গিয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ সহ জীবন নাশের হুমকি প্রদান করলে এসময় সুলতানার মা রানী বেগম বেড়িয়ে আসলে তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।
এসময় সন্ত্রাসীরা টিউবয়েলের পাইপ কেটে ফেলে। পরবর্তিতে স্থানীয়রা আহত রানীকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন, এঘটনায় সুলতানা বাদী হয়ে মুলাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।