কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে (শুক্রবার, ২৮ মার্চ)জিরার পাড় গ্রামের ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। অভিযুক্ত হাবিবুর রহমান ঐ এলাকার মুক্তার উদ্দিনের ছেলে।
এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন, ভূক্তভোগী শিশুটির পিতা রফিকুল ইসলাম।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশুটি নানীর কাছ থেকে ৫০ টাকা নিয়ে চকলেট, চিপস কিনতে হাবিবুর রহমানের দোকানে যায়। শিশুটিকে একা পেয়ে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে ডেকে নিয়ে যান হাবিব। তিনি শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। শিশুটি বাড়িতে ফিরতে দেরি হওয়ায় তার নানি দোকানে এসে দেখতে পায় অভিযুক্ত হাবিব শিশুটিকে ধর্ষনের চেষ্টা করছে ।
তারপর তিনি চিৎকারে এলাকাবাসীকে জানান, এ সময় এলাকাবাসী এসে দোকানদার হাবিবকে হাতেনাতে ধরে।
শিশুটির আত্মীয় জাকির হোসেন আপেল বলেন, ৯৯৯ নাম্বারে কল দিলে কটিয়াদী মডেল থানা পুলিশ হাবিবুর রহমানকে শুক্রবার ৩ টার দিকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানতে পেরে হাবিবুর রহমান নামে এক যুবককে আটক করা হয়। এ ঘটনায় ভূক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় দোকানদার হাবিবকে গ্রেফতার দেখিয়ে শনিবার কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।