আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এম হাসান জামান খানের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮মার্চ) বিকেলে কালকিনি উপজেলার প্রান কেন্দ্র ভূরঘাটা বাজারের শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে কেন্দ্রীয় জামাত নেতা বিশিষ্ট ব্যবসায়ী এম হাসান জামান, খানের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জামায়াত নেতা, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, সাবেক ছাত্রনেতা এম হাসান জামান খান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালকিনি উপজেলা শাখার আমির মাওলানা এনামুল হক, কালকিনি পৌরসভার নায়েবে আমির মাওলানা এস এম শাহ আলম, কালকিনি পৌরসভার সেক্রেটারি মোঃ এনামুল হক, ডাসার উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোঃ জাকির হোসেন সহ কালকিনি মডেল প্রেসক্লাব, কালকিনি প্রেসক্লাব,ভূরঘাটা প্রেসক্লাব, উপজেলা রিপোর্টার্স ইউনিটি ও ডাসার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।