নিজস্ব প্রতিবেদক, র্যাব এর যৌথ অভিযানে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন এলাকা হতে ২৪ ঘন্টার মধ্যে আহসান উল্লাহ হত্যা মামলার এজাহারনামীয় পলাতাক আসামী গ্রেফতার।
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, অপহরণ, গুম খুন, নারী ও শিশু নির্যাতন এবং মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
উল্লেখ্য যে, গত ২৩ মার্চ ২০২৫ তারিখ বিকাল হতে ভিকটিম আহসান উল্লাহ (৪৮) নিখোঁজ হন। নিখোঁজের পর তার পরিবার তাকে বিভিন্ন জায়গায় খোজাখুজি করে এবং তুরাগ থানায় জিডি করেন। পরবর্তীতে ২৫ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক সকাল ১২.০০ ঘটিকার দিকে ভিকটিমের মরদেহ সনাক্ত করা যায়। মরদেহ সনাক্ত করার পর অপহরণের আসামী সাইফুলকে গ্রেফতার করার লক্ষ্যে র্যাব-১ অভিযান পরিচালনা করে।
পরবর্তীতে র্যাবের চলমান অভিযানের ধারাবাহিকতায় অদ্য ইং ২৬/০৩/২০২৫ তারিখ আনুমানিক রাত্রী ০৫.৪০ ঘটিকার র্যাব- এবং র্যাব- এর যৌথ আভিযানিক দলের সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারি এজাহারনামীয় পলাতাক আসামী মোঃ সাইফুল ইসলাম (৩৯) পিতা-খাজির উদ্দিন, মাতা- মোছা-আছিরন নেছা, সাং- ফলগাছা, থানা-সুন্দরগঞ্জ, জেলা গাইবান্ধা’কে গ্রেফতার করে।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে।