ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় শ্রমিকদল নেতা মরহুম রফিকুল ইসলাম বাচ্চুর পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭মার্চ) বিকেলে ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সভাপতি আবু সাইদ ও ভালুকা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন ওই উপহার সামগ্রী মরহুম রফিকুল ইসলাম বাচ্চুর পরিবারের কাছে পৌছে দেন। এসময় পৌর শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলম মোল্লা সহ হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু ফ্যাসিস্ট হাসিনার দোসরদের হামলায় নিহত হন।
এসময় ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সভাপতি ও ময়মনসিংহ জেলা শ্রমিকদলের সভাপতি আবু সাইদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনে নিহত ও আহত নেতাকর্মীদের পাশে দারিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় দেশবাশীর পাশে আছে এবং থাকবে। ভবিষ্যতে আরও বড় পরিষরে নিহত নেতাকর্মীদের পরিবারের পাশে দারাবো ইনশা আল্লাহ।