আব্দুল্লাহ আল মুকিম রাজু পঞ্চগড় প্রতিনিধি,
ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। এই আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে যায়, সেই লক্ষ্য নিয়ে স্বপ্নের অংকুর যুব সংগঠন এবারের ঈদে ৭০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে। সংগঠনটি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে তাদের মুখে হাসি ফোটানোর প্রয়াস নিয়েছে।
"ঈদ আনন্দ সবার মাঝে বিলিয়ে দেওয়া"—এই মহান প্রত্যয়কে সামনে রেখে সংগঠনটির সদস্যরা ব্যক্তিগত উদ্যোগ ও সমাজের হৃদয়বান মানুষের সহায়তায় এই কার্যক্রম পরিচালনা করেছেন। খাদ্যসামগ্রী, নতুন পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিতরণের মাধ্যমে তারা সুবিধাবঞ্চিত পরিবারগুলোর ঈদ উদযাপনকে আরও আনন্দময় করে তুলেছে।
সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন বলেন, “ঈদ শুধু একটি উৎসব নয়, এটি ভালোবাসা ও আনন্দ ভাগাভাগি করার উপলক্ষ। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি কারও মুখে একটু হাসি ফোটাতে পারে, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।”
অমর খানা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মায়েদ সরকার মুকুট বলেন
এমন মহতী উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। সমাজের সকল বিত্তবান ও সেবামূলক সংগঠনের এগিয়ে আসার মাধ্যমে ঈদের খুশি সত্যিকার অর্থেই সবার মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব। স্বপ্নের অংকুর যুব সংগঠনের এই মানবিক প্রয়াস সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।