নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ভাংগাগেটস্থ সরকারিভাবে নিবন্ধিত বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখ গণপাঠাগারে আজ বিকেলে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখ এর কনিষ্ঠ পুত্র গণপাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত, অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক বাংলাদেশ জামায়াতে ইসলামী নওয়াপাড়া পৌর যুব বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, পাঠাগারের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও সাবেক প্রখ্যাত শ্রমিক নেতা আব্দুল মজিদ সরদার, ২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ রেজোয়ান, ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল কাদের মোল্লা প্রমুখ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাক্তার জেড এইস রাজা, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখ এর দৌহিত্র বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান, শিক্ষক আব্দুল্লাহ হুসাইন বেলাল, ব্যবসায়ী আব্দুর রহিম, রায়হান কবীর, রুবেল হোসেন, আব্দুল লতিফ মোল্লা,তাইবুর রহমান স্বপন, জিয়াউর রহমান, ডাঃ মাসুম বিল্লাহ মোঃ মুহিবুল্লাহ, হাফেজ মোঃ তানভীর প্রমূখ।
বক্তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জীবন দানকারী মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই বিপ্লবের বীর শহীদদের অবদানের কথা স্মরণ করে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে এবং কাউকে কোনো বিভক্তির সুযোগ না দিয়ে আগামীতে জ্ঞান ও আদর্শের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ দেশ ও জাতি হিসেবে নিজেদের গড়ে তুলতে পাঠাগারের মতো সামাজিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করতে উপস্থিত নানা শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানান।