মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬মার্চ) মহান স্বাধীনতা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।
পরে সকাল ১১ টার দিকে উপজেলা প্রসাসনের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো. তারিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা চাঁদ মিয়া, আব্দুর রশিদ তালুকদার, নূরুল আমিন নান্নু, ফরমান আলী, ফজলু ভূঁইয়া, আব্দুস সালাম, থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম প্রমুখ।
এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারী. বেসরকারী প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।