কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।
কচুয়ায় এই প্রথম করোনা ভাইরাস কালীন সময়ের মতো যৎসামান্য পরিসরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বিগত দিনে অনেক জাকজমকপূর্ণ আয়োজন হলেও এবারের আয়োজন ছিল ত্রুটিপূ্র্ণ ও সংক্ষিপ্ত পর্যায়ের।
২৬ই মার্চ (বুধবার) ভোরে ৩১ বার তোপধ্বনি এবং সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পনের মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা হয়।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের অনুপস্থিতিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তারা পুষ্প মাল্য অর্পণ করেন। সকাল ৯ টায় সরকারি সিএসপাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করে শেষে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন,পরে সংক্ষিপ্ত আকারে মাঠ পারস ও ছালাম গ্রহণ শেষে উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ স্বাগত বক্তব্য দেন। এসময় তার সাথে ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল আলম।
পরে উপজেলা অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আকারে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা সহ সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।