আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক
নানা কর্মসূচির মাধ্যমে মাদারীপুরের কালকিনিতে বর্ণাঢ্য র্র্যালী, শোভাযাত্রা ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে । ২৬ শে মার্চ দিবসটি পালন উপলক্ষে বুধবার সকালে সূর্য উদয়ের সাথে সাথে উপজেলায় অবস্থিত শহীদ স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, উপজেলা কৃষি অফিসার মিল্টন বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুর রহমান, যুব উন্নয়ন অফিসার শাহআলম, প্রাথমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান, বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন, সরকারি ও বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।