মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী
মহান ২৬ মার্চ ভোরে ৩১ বার তোপধ্বনি ও শহীদমিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পালন করেছে। বুধবার (২৬মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সকাল ৮ টা ৩০ মিনিটে রাজস্থলী উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র ও রাজস্থলী সার্কেলের সহকারি পুলিশ সুপার বেলায়েত হোসেন, রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানের সূচনা করেন।
এর আগে, ভোর ৫ টা ৪৮ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ভিডিপি, বিএনপি, জামাত ইসলাম সহ বিভিন্ন সামাজিক সংগঠন শহীদমিনারে পুস্পস্তবক অর্পণ করে।
পরে পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন, মঞ্চের অতিথি বৃন্দ
এর পর সকাল ১১ টা উপজেলা পরিষদ মাঠে উপজেলার মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।
পরে আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি, জামাতের আমির মাওলানা ফরিদ আহম্মদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুর জামান রাজু, মুক্তিযোদ্ধা মনোরন্জন দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সীবলী সাফিউল্লাহ সহ অন্যান্য অতিথি বৃন্দ।