মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়, ২৬ মার্চ: যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পঞ্চগড়ে উদযাপিত হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ নানা কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে জাতির বীর সন্তানদের প্রতি।
সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাধারণ মানুষ।
পরে পঞ্চগড় স্টেডিয়ামে আয়োজিত কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, যিনি মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন এবং স্বাধীনতা দিবসের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন।
এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে আলোকসজ্জা করা হয় এবং স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এদিন মুক্তিযোদ্ধাদের স্মরণ করে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও উপাসনালয়ে।
পঞ্চগড়ের সর্বস্তরের মানুষ এ আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, যা দেশের প্রতি তাদের গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিফলন ঘটায়।