নিজস্ব প্রতিবেদক,
হত্যার উদ্দেশ্য অপহরণ মামলার ০২ জন আসামী র্যাব কর্তৃক ফরিদপুরে গ্রেফতার।
গত ০৯/০৩/২০২৫ তারিখ রাত্রী আনুমানিক ১০:৩০ ঘটিকার সময় রাজশাহীর জেলার মোহনপুর থানার ধুরইল বিলে ভিকটিম আলতাব হোসেন (৫৩) গভীর নলকূপ (ডিপ) হতে জমিতে পানি নেওয়ার জন্য গেলে আসামী মোঃ রাসেল (২৪) ও মোঃ শরিফুল ইসলাম (৩৫)’দ্বয় সহ অপরাপর আসামীগণ বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে হত্যার উদ্দেশ্য অপহরণ করে নিয়ে যায়।
উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে মো: আতাউর রহমান (২৫) রাজশাহী জেলার মোহনপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত মামলার পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে প্রেরিত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-৫ ও র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৬/০৩/২০২৫ রাত্রী আনুমানিক ০১.৪৫ ঘটিকায় র্যাব-৫ ও র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার সালথা থানাধীন সিংহ পোতাপ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজশাহী জেলার মোহনপুর থানার মামলা নং- ১০, তারিখ- ১৪/০৩/২০২৫, ধারা- ৩৬৪ পেনাল কোড, ১৮৬০ এর এজাহারনামীয় আসামী ১। মোঃ রাসেল (২৪), ২। মোঃ শরিফুল ইসলাম (৩৫), উভয় পিতা- মোঃ রুস্তম আলী, সাং- ধুরইল, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী’দ্বয়কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।