নিজস্ব প্রতিবেদক: ডাল ক্রয়কে কেন্দ্র করে গৌরনদীর সরিকলের বিএনপির নেতা মিলন ফকির - ৪৫ আ- লীগের লাঠির আঘাতে রক্তাক্ত যখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, বলে এমন অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে ২৫ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল বন্দরে ডাল ক্রয়ের সময়।
মিলন ফকির -৪৫ সরিকল ইউনিয়নের মহিষা গ্রামের মোঃ ইউনুস আলী ফকিরের পুত্র ও ২ নং ওয়ার্ডের যুব দলের সক্রিয় কর্মি।
যুবদল নেতা মিলন জানায় দীর্ঘদিন ধরে সরিকল বন্দরে ভুষা মালের ব্যাবসা করে আসছেন তিনি। তারি ধারাবাহিকতায় ২৫ মার্চ মঙ্গলবার হাটে ডাল ক্রয় করতে গেলে ডাল ক্রয়কে কেন্দ্র করে বাক বিতান্ডায় জড়িয়ে পরেন একই ইউনিয়নের মহিষা গ্রামের ভুষা মালের ব্যাবসায়ি গফুর মোল্লার পুত্র আলীগের সাবেক মেয়র হারিছুর রহমান হারিচের ক্যাডার আ- লীগ নেতা মোঃ নাসির মোল্লা ৪৮ তার পুত্র লিস্কন ২৮, ইয়াছিন -২২ আজিজুল মোল্লা ৫৫ তার পুত্র রানা মোল্লা - ২০,হায়দার মোল্লা - ৫৪, ইয়াছিন মোল্লার পুত্র রনি মোল্লা -৩০ সহ একাধিকরা।
মিলন আরো জানায়, ডাল ক্রয়কে কেন্দ্র করে মিলনকে মারধর করে রক্তাক্ত যখম করে তার (মিলন) হাতে থাকা ডাল ক্রয়ের ব্যাগে ভর্তি নগদ ৬ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে তাকে (মিলনকে) ধাক্কা দিয়ে খালে ফেলে দিয়ে পালিয়ে যায় উপরউল্লেখিত সন্ত্রাসীরা।
স্হানীয় যুবদল নেতা ডাল ক্রেতা মিলনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয় মামলার প্রস্হতির কথা জানিয়েছেন মিলন ও তার ভুক্তভোগী পরিবারে লোকজন। অপরদিকে এদেরকে আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন বিএনপির নেতা মিলন ও তার পরিবারের লোকজন