নিজস্ব প্রতিবেদক
গত ২৩/০৩/২০২৫ তারিখ রাত আনুমানিক ২৩.৩০ ঘটিকায় র্যাব- এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার লালবাগ থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৩৭,২০০/- (সাইত্রিশ হাজার দুইশত) টাকা মূল্যমানের ১২৪ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের নাম ১। মোঃ সিয়াম (২৩), পিতা- মোঃ মজিবর রহমান, সাং- মাতবর বাজার, থানা- কামরাঙ্গীরচর, ডিএমপি, ঢাকা ও ২। মোঃ জুয়েল (২৮), পিতা- মোঃ আমির হোসেন @ বারেক বাবুর্চি, সাং- শহিদ নগর, থানা- লালবাগ, ডিএমপি, ঢাকা বলে জানা যায়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর লালবাগসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।