নিজস্ব প্রতিবেদক, র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্রের দ্বারা সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাদকের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমতাবস্থায় সিপিসি-১ সাতক্ষীরা, র্যাব- কর্তৃক উক্ত আসামিদের আইনের আওতায় আনতে আভিযানিক দল কর্তৃক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় ২৩ মার্চ ২০২৫ র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল বিকাল ১৭৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন খুলনা রোড এলাকা হতে অভিযান পরিচালনা করে আসামি মোঃ আব্দুল মন্নান মোঃ আব্দুল মান্নান গাজী (৫৫), পিতা- মোঃ জামাল গাজী আঃ জামাল গাজী,সাং দক্ষিণ কুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে।
আসামি মোঃ আব্দুল মন্নান মোঃ আব্দুল মান্নান গাজী (৫৫) সাতক্ষীরা সদর এলাকা ও খুলনা মহানগর এলাকায় দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিল। ২০২২ সালে খুলনা মহানগর এলাকায় মাদক ব্যবসা পরিচালনাকালে হনিণটানা থানায় মাদকসহ আটক হয়ে তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু হয়। বর্নিত আসামি মামলা রুজুর পর থেকে পলাতক থাকে। মামলার বিচারকার্য় শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামি মোঃ আব্দুল মন্নান মোঃ আব্দুল মান্নান গাজী (৫৫) কে ০৫ (পাঁচ) বছর সাজা প্রদান করেন। আসামি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে র্দীঘ ০৪ বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে সিপিসি-১, র্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামির অবস্থান নিশ্চিত করে আসমিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।