নিজস্ব প্রতিবেদক
'বাংলাদেশ আমার অহংকার'-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ২৩/০৩/২০২৫ তারিখ আনুমানিক বিকেল ১৭৫০ ঘটিকার সময় সিপিসি-২, নীলফামারী, র্যাব- রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন সৈয়দপুর পৌরসভার ২নং ওয়ার্ডের চিনি মসজিদ সুপারি বাগানস্থ্য জনৈক শামীম হোসেন (৪৫), পিতা-মৃত খালেক সরকারের বসতবাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মহিলা পুলিশ দ্বারা আসামির দেহ তল্লাশি করে ১০৫ (একশত পাঁচ) গ্রাম কথিত হেরোইন (নেশাজাতীয় মাদকদ্রব্য) উদ্ধার করতঃ ০১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী মোছাঃ আমেনা খাতুন (৫০), স্বামী-মৃত খুরশীদ আলী, সাং-ইসলামবাগ, ওয়ার্ড নং-০৩, সৈয়দপুর পৌরসভা, থানা- সৈয়দপুর, জেলা-নীলফামারীকে গ্রেফতার করতে সক্ষম হন।
পরবর্তী কার্যক্রমের জন্য ধৃত আসামীকে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে।