বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডে ২১ মার্চ, শুক্রবার দুপুর ১টার দিকে ৬ তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন ১৪ বছর বয়সী এক কিশোরী মারজিয়া ইসলাম মৌ। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, মৌ ওই ভবনেরই ৫ম তলায় অবস্থিত 'নুরে জান্নাত নুরানী হাফিজিয়া মাদরাসা'র শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মারজিয়া ছাদ থেকে প্রথমে তিনি একতলা একটি টিনের চালা ঘরের ওপর পড়েন এবং পরে মাটিতে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর তার অবস্থার অবনতি দেখে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে মারজিয়ার মৃত্যু ঘটে।
মারজিয়া ইসলাম মৌ ছিলেন বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন মহুরীর নাতনি এবং উজিরপুর পৌরসভার বাসিন্দা মো. শাহিনের মেয়ে। তার অকালমৃত্যু পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, "এ ধরনের একটি দুর্ঘটনার খবর পেয়েছি। তবে কেউ এ বিষয়ে অভিযোগ করেনি। যদি অভিযোগ আসে, তবে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
বানারীপাড়া পৌরসভার সদ্য সাবেক কাউন্সিলর মেহেদী হাসান সুমন খান জানিয়েছেন, "মৌ শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে মারা যান। তার পরিবারের কোনো অভিযোগ নেই, তাই জেলা প্রশাসকের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য তার গ্রামের বাড়ি উজিরপুরে নিয়ে যাওয়া হয়েছে।" এ ঘটনা স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি করেছে, তবে এ মুহূর্তে মৌয়ের মৃত্যুর কারণ পুরোপুরি স্পষ্ট নয়। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় প্রশাসন ময়নাতদন্ত ছাড়াই তার দাফনের জন্য প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।