নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সুধীজনদের সন্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২মার্চ) সন্ধ্যায় আশুগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে আশুগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি তসলিম আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,
ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাতওয়াল জামাতের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা, লালপুর উইনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মো. শামিম চৌধুরী সাবেক যুগ্ন সম্পাদক হাজী মো. জামাল মিয়া, আশুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান, সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, রওশনারা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল আজাদ, আশুগঞ্জ দূর্নিতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আব্দুল্লাহ আল মাহমুদ নজরুল, আশুগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন, মাহমুদাবাদ রাইজউদ্দিন আহমেদ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. ফারুক মিয়া প্রমূখ।
এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশুগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খন্দকান রায়হান।পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।