নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) খুলনা অঞ্চলের উদ্যোগে বৈঠকখানা রেস্টুরেন্ট মাগুরায় শিক্ষক নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ ২৩ মার্চ রবিবার বিকেলে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও খুলনা অঞ্চলের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক এবং বাসমাশিস কেন্দ্রীয় সমন্বয় কমিটির অন্যতম সদস্য জনাব মোঃ মুনিরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাসমাশিস কেন্দ্রীয় সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক ও খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ ওমর ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সমন্বয় কমিটির অন্যতম সদস্য ও যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক জনাব গাজী আজিজুর রহমান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ৩৪ বিসিএস ননক্যডার শিক্ষক নেতা ও ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ মনজুরুল ইসলাম, ২২ ব্যাচের তরুণ শিক্ষক নেতা ও মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব শাহনেওয়াজ সেতু প্রমূখ।
উল্লেখ্য, মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে খুলনা অঞ্চলের বিভিন্ন জেলার শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষক নেতারা দ্রুততম সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের করে নির্বাচিত নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে শক্তিশালী সমিতি গঠন করে শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য পাওনা ও অধিকার আদায়ের লক্ষ্যে সমিতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।