নিজস্ব প্রতিবেদক
অদ্য ২৩/০৩/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৭.৩০ ঘটিকায় র্যাব- এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়লন্দঘাট থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রাইভেটকার নিয়ে মাদক বহনকালে আনুমানিক ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা মূল্যমানের ৬০ (ষাট) বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম জসিম বিশ্বাস (৩৮), পিতা-মো: ফাকু বিশ্বাস, সাং- উত্তর নোয়াপাড়া, থানা- মধুখালী, জেলা- ফরিদপুর বলে জানা যায়। এ সময় তার নিকট হতে মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জব্দকৃত প্রাইভেটকারে করে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাটসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।