কুড়িগ্রামের উলিপুরে তবকপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের দাবীতে মানববন্ধন

আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ১১:২৪:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ১১:২৪:৩৪ অপরাহ্ন

 
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীর্ঘদিন থেকে পরিষদে অনুপস্থিত থাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানুষের জনদূর্ভোগ কমাতে প্রশাসক বা প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবীতে ওই ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়।  
 
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, তবকপুর ইউনিয়নের সাধারণ জনগণ বকুল মিয়া, সোহেল রানা, রিপন মিয়া, সাইফুল ইসলাম, মাহফুজার রহমান, সাদেকুল ইসলাম ও মাজেদ মিয়া প্রমুখ।
 
মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যন অনুপস্থিত থাকায় আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। এছাড়া নাগরিকত্ব-জন্ম নিবন্ধন,সরকারি অনুদান, ভিজিডি, ভিজিএফ, জি-আর সহ বিভিন্ন ধরনের ভাতার জন্য হয়রানির স্বীকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। ইউনিয়ন পরিষদে সবসময় তালা ঝুলানো থাকে বলে তারা অভিয়োগ করেন।
 
তারা আরও বলেন, বিগত দিনে ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকল্পের টাকা আত্মসাৎসহ সরকারি বিভিন্ন অনুদানে দুর্নীতি ও চাঁদাবাজির কারনে ভয়ে পরিষদে আসছেন না। এ কারনে দ্রুত চেয়ারম্যানকে অপসারন করে জনদূর্ভোগ কমাতে প্রশাসক বা প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবী জানান তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ প্রদান করা হয়।
 
এ বিষয়ে তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানের সাথে মুঠোফোনে (০১৭১৮৪৩১৭১৫) যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
 
উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]