মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু, পঞ্চগড় প্রতিনিধি,
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ চমক নিয়ে আসছে নাটক ‘বিদায় বন্ধু’। নাটকটি পরিচালনা করেছেন তাহের ইফতি, আর কাহিনী ও সংলাপ লিখেছে আর টি এন ড্রামা মিডিয়া।
বন্ধুত্ব, আবেগ ও সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত এই নাটকটি দর্শকদের হৃদয়ে নাড়া দেবে বলে মনে করছেন নির্মাতারা। ঈদের বিশেষ আয়োজনের অংশ হিসেবে এটি মুক্তি পাবে জনপ্রিয় ইউটিউব চ্যানেল আর টি এন ড্রামা মিডিয়া।
পরিচালক তাহের ইফতি বলেন, "বিদায় বন্ধু একটি আবেগঘন গল্প। বন্ধুত্বের গভীরতা, ভুল বোঝাবুঝি এবং বিচ্ছেদের কষ্ট এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি, দর্শকরা নাটকটি দেখে নিজেদের জীবনের কোনো না কোনো মুহূর্তের সাথে মিল খুঁজে পাবেন।"
নাটকটিতে অভিনয় করেছেন, একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পী, যারা তাদের চরিত্রে অনবদ্য পারফরম্যান্স দিয়েছেন।
ঈদুল ফিতরের বিশেষ আনন্দ আরও বাড়িয়ে দিতে ‘বিদায় বন্ধু’ শিগগিরই প্রচারিত হতে যাচ্ছে। নাটকটি দেখার জন্য দর্শকদের চোখ রাখতে হবে আর টি এন ড্রামা মিডিয়া। চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে।